রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০০:০৮

দু লেখককে চাঁদপুর সাহিত্য পরিষদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
দু লেখককে চাঁদপুর সাহিত্য পরিষদের সংবর্ধনা

লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান 'কালি ও কলম তরুণ কবি ও লেখক' পুরস্কার লাভ এবং কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক মুন্সিগঞ্জ সাহিত্য পরিষদ গুণীজন সম্মাননা পাওয়ায় চাঁদপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে তাঁদের দুজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার

(২ আগস্ট ২০২৫) রাত ৮টায় চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমীর মোহাম্মদ নাসির উদ্দিন মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক, কবি ও লেখক কাদের পলাশ এবং একাডেমির সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী।

চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহিদ নয়নের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম, চাঁদপুর সাহিত্য পরিষদের সহ-সভাপতি দন্তন্য ইসলাম, সাধারণ সম্পাদক সুমন দত্ত, কবি সঞ্জয় দেওয়ান ও এইচ এম জাকির হোসেন।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গীতিকার ও লেখক কবির হোসেন মিজি, উজ্জ্বল হোসাইন, হাসান রাজীব, ফয়সাল মৃধা, মো. সাদ্দাম হোসেন, সাদ আল আমিন, মো. হানিফ, ইমরান শাকির ইমরুসহ অন্যান্য লেখক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়