প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০১:৩০
সুবিধাবঞ্চিত ও মাদ্রাসার শিশুদের জন্যে 'Meal for Smile' আয়োজন
লিও ক্লাব অব চাঁদপুর-এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির ব্যতিক্রমী সার্ভিস প্রোগ্রাম

লিও ক্লাব অব চাঁদপুর-এর ২০২৫-২৬ বর্ষের কার্যনির্বাহী কমিটির উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও মাদ্রাসার শিশুদের জন্যে একটি ব্যতিক্রমী সার্ভিস প্রোগ্রামের আয়োজন করা হয়। 'Meal for Smile' শিরোনামে আয়োজিত এই মানবিক কার্যক্রমটি ছিলো ক্লাবের নতুন কমিটির প্রথম সার্ভিস প্রোগ্রাম।
|আরো খবর
এই অনুষ্ঠানে সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোনের দুর্ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের স্মরণে, জুলাই মাসের শহীদদের এবং সকল লায়ন্স ও লিও সদস্যদের জন্যে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এরপর সুবিধাবঞ্চিত ও মাদ্রাসার শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
প্রোগ্রামটিতে সভাপতিত্ব করেন লিও ক্লাব অব চাঁদপুর-এর প্রেসিডেন্ট লিও জান্নাতুল নাঈমা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি লিও সাইফুল ইসলাম লিখন ও লিও আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক লিও আঁখি বশায়ের, জয়েন্ট ট্রেজারার লিও আরজিনা জেরিন এবং জয়েন্ট সেক্রেটারি লিও আঁখি আক্তার।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান লিও রনি মাল, সেক্রেটারি লিও রাবেয়া রোবা, ট্রেজারার রাকিব বেগ, মিডিয়া কো-অর্ডিনেটর লিও নাদিম অনিক এবং মেম্বার লিও আনিকা।
ক্লাবের সকল লিও সদস্যের সক্রিয় অংশগ্রহণে প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়। তাদের মানবিক প্রচেষ্টায় সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য এই আয়োজন একটি স্মরণীয় উদাহরণ হয়ে থাকবে।
'Meal for Smile' ছিলো কেবল একটি খাবারের আয়োজন নয়, বরং সমাজের পিছিয়ে পড়া শিশুদের মুখে হাসি ফোটানোর একটি প্রয়াস, যা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
ডিসিকে/এমজেডএইচ