শনিবার, ১৯ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৬:৩৬

রামগঞ্জে ৩দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

রামগঞ্জ (লক্ষ্মীপুর ) প্রতিনিধি।।
রামগঞ্জে ৩দিনব্যাপী মাল্টিমিডিয়া  সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রামগঞ্জ ও রায়পুরের সাংবাদিকদের জন্যে ৩ দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকাল সাড়ে দশটায় উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ রবিন শীষ।

রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে ও আমার দেশ রামগঞ্জ প্রতিনিধি মো. মাসুদ রানা মনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ রবিন শীষ, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার , সহকারী প্রশিক্ষক (পিআইবি) জিলহাজ উদ্দিন নিপুণ, প্রশিক্ষক নাজিয়া আফরিন সহ অনেকে। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন রামগঞ্জ ও রায়পুর উপজেলার প্রায় অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়