শনিবার, ১৯ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ২১:২৭

চাঁদপুর অযাচক আশ্রমের নবাগত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

অনলাইন ডেস্ক
চাঁদপুর অযাচক আশ্রমের নবাগত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

বিমল চৌধুরী ও পলাশ দে।। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিশ্ব অখণ্ড সংঘের সংঘ প্রধান শ্রীশ্রী দাদামণি তপন ব্রহ্মচারীর নির্দেশক্রমে চাঁদপুর শহরের পুরাণ আদালতপাড়াস্থ স্বামী স্বরূপানন্দের পুণ্য জন্মস্থানে গড়ে ওঠা চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেছেন সুরেশ ব্রহ্মচারী । শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকালে নিয়মিত সাপ্তাহিক সমবেত উপাসনা শেষে চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতিতে সম্মিলিত অখণ্ড সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে নবাগত অধ্যক্ষকে বরণ করে নেন। এ সময় হরিওঁ কীর্ত্তন, শঙ্খ আর উলুধ্বনিতে আশ্রম অঙ্গন মুখরিত হয়ে উঠে। দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন ভারতের কলিকাতা গুরুধাম থেকে বিশ্ব অখণ্ড সংগঠনের সংঘপ্রধান শ্রীশ্রী দাদামণি তপন ব্রহ্মচারী। তিনি সকলের প্রতি অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আশীর্বাদ কামনা করেন এবং বাবামনির আদর্শ সমুন্নত রেখে ঐক্যবদ্ধভাবে আশ্রমের উন্নয়ন ও মানবকল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখার জন্যে আহ্বান জানান।

প্রধান বক্তার ভার্চুয়াল বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সম্মিলিত অখণ্ড সংগঠনের সভাপতি সুপ্রিয় কর। সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক, জেলা চরিত্রগঠন আন্দোলনের উপদেষ্টা রোটারিয়ান কাজী শাহাদাত ও চাঁদপুর জেলা হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক। বক্তাগণ অভিক্ষা মন্ত্রের উদগাতা, চরিত্রগঠন আন্দোলনের প্রাণপুরুষ, মহান সাধক অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরম হংসদেবের আদর্শ তুলে ধরে বলেন, এই মহান সাধকের সাধনাই ছিলো মানুষের কল্যাণ সাধন করা। স্বামী স্বরূপানন্দের নীতি, আদর্শের প্রতি অনুগত থেকেই নবাগত অধ্যক্ষ তাঁর সেবামূলক কার্যক্রম ও আশ্রমের উন্নয়নে কাজ করবেন। তারা আশ্রেমর সার্বিক উন্নয়ন কামনা করেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সভাপতি প্রবাল চৌধুরীর সভাপ্রধানে ও সিনিয়র সহ-সভাপতি তাপস কান্তি সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত কুমার দে। নবাগত অধ্যক্ষের জীবনবৃত্তান্ত তুলে ধরেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাস।

অনুষ্ঠান সঞ্চালনায় সার্বিক সহযোগিতা করেন সম্মিলিত অখণ্ড সংগঠনের সাংগঠনিক সম্পাদক গৌতম সাহা এবং প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক মৃনাল কান্তি দাস।

নবাগত অধ্যক্ষের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের আহ্বানে অনুষ্ঠিত হয় সাংগঠনিক অধিবেশন। অধিবেশনে নবাগত অধ্যক্ষের প্রতি অভিনন্দন জ্ঞাপন করে সভাপতি প্রবাল চৌধুরী বলেন, স্বামী স্বরূপানন্দের নীতি-আদর্শের প্রতি অনুগত থেকেই নতুন অধ্যক্ষ তাঁর দায়িত্ব পালন করবেন এবং সকলকে ঐক্যবদ্ধ রেখে আশ্রমের উন্নয়নে তাঁর চিন্তা-চেতনাকে প্রসারিত করবেন বলে আমরা বিশ্বাস করি। তিনি আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশ্রমে নির্মাণাধীন বিশ্বমানের ধ্যান মন্দির নির্মাণকাজ দ্রুত সম্পন্নে সকলের সহযোগিতা কামনা করেন।

সাংগঠনিক বিশেষ অধিবেশনে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানের বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি পরিলক্ষিত হয়।

সভায় প্রয়াত অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর প্রতি তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাংগঠনিক আলোচনা শেষে শান্তি বাচনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অশেষ কৃপায় তাঁরই পুণ্য জন্মস্থান চাঁদপুরে বিশ্বনন্দিত ধ্যান মন্দির নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। অচিরেই নির্মাণকাজ সম্পন্ন হবে বলে স্বরূপানন্দ গুরুভ্রাতা ও ভগ্নিগণ মনে করেন। তারা বিশ্বাস করেন, এই বৃহৎ মন্দির ও তার কর্মযজ্ঞ দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের ভক্ত-অনুরাগী ছাড়াও ধর্মপ্রাণ মানুষ ছুটে আসবেন স্বরূপানন্দের পুণ্য জন্মস্থান চাঁদপুরে। তাদের আগমনে চাঁদপুরের সুনাম ও ঐতিহ্য বৃদ্ধি পাবে। চাঁদপুরবাসী হবে গৌরবান্বিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়