প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৪১
হেরার আলো
অনলাইন ডেস্ক
১০-সূরা ইউনুস
১০৯ আয়াত, ১১ রুকু, ‘মক্কী’
৬৮। তাহারা বলে, ‘আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন।’ তিনি মহান পবিত্র। তিনি অভাবমুক্ত! যাহা কিছু আছে আকাশমণ্ডলে ও যাহা কিছু আছে পৃথিবীতে তাহা তাঁহারই। এ বিষয়ে তোমাদের নিকট কোন সনদ নাই। তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যে বিষয়ে তোমাদের কোন জ্ঞান নাই,