শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ আগস্ট ২০২২, ২৩:৩৬

আগস্ট আর মানবতা

আগস্ট আর মানবতা
চাঁদপুর কন্ঠ

আগস্ট আর মানবতা

--------ফাতেমা রব

___________________

আগস্ট এলেই, বুকের পাঁজর ভেঙে রোদন উঠে

বাংলার মাঠ ঘাট আর জনপদে।

আগস্ট এলেই, রক্ত ক্ষরণ হয় বাংলার

কৃষাণ-কৃষানীর পলল বুকে।

আগস্ট এলেই, পদ্মা মেঘনা শীতলক্ষ্যার কুল কুল ধ্বনি

হয়ে যায় স্তব্ধ।

আগস্ট এলেই, বাংলার মানুষ হয়ে উঠে দৃঢ়চেতা

মুষ্টিবদ্ধ।

আগস্ট এলেই, মায়ের বুকে শিশুরা চমকে উঠে

আত্মচিৎকারে,

আগস্ট এলেই, বুলেটের তীব্র যন্ত্রণায় কেঁপে উঠি

আগস্ট এলেই, শিহরিত হয়ে, শকুনের বুটের শব্দ শুনি

আগস্ট এলেই, আকাশ বাতাস ভারি হয়ে ওঠে

দীর্ঘশ্বাসে।

আগস্ট এলেই,পাখির সুর হয়ে উঠে প্রতিবাদী,

আগস্ট এলেই, পদ্মা মেঘনা ফুঁসে ওঠে সব স্রোতস্বিনি

নদী।

আগস্ট এলেই, শিশুরা মায়ের দুধ খেতে গিয়ে, ফুঁপিয়ে

ফুঁপিয়ে কাঁদে।

এই আগস্টে, খুনীরা হত্যা করেছে স্বাধীনতা!

এই আগস্টে, খুনীরা হত্যা করেছে মানবতা!

হত্যা করেছে বাংলাদেশ,

আর তার মহান নেতা!

____________________________

ঢাকা- আগস্ট 23, 2022

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়