রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ জুলাই ২০২২, ২১:৪৬

মরিয়ম আক্তার মারিয়ার শুভ জন্মদিন

অনলাইন ডেস্ক
মরিয়ম আক্তার মারিয়ার শুভ জন্মদিন

প্রিয় চাচ্চু, মরিয়ম আক্তার মারিয়া

জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমার জন্য প্রিয় মামনি। তোমার জন্মের সময় কতো যে খুশি হয়েছিলাম, তা বলে বোঝানো সম্ভব না। তুমি যেন পুরো পরিবারে আলো নিয়ে এসেছিলে। আর আজকে আমাদের মাঝে সেই শুভক্ষণের মুহূর্ত চলে এসেছে। জন্মদিন সুন্দরভাবে কাটাও সেই সাথে আজ থেকে শপথ নাও জীবনে অনেক পরিশ্রম করতে হবে, নিজের সফলতার প্রতি দৃষ্টি দিতে হবে। আশাকরি, ভালোভাবে পড়াশোনা করবে যেন ভালো ফলাফল করতে পারো। নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। জীবনে অনেক বড় হও, সুখী হও। সফলতার সর্বোচ্চ শিখরে পদার্পণ করো। যাতে সকলের গর্বের কারণ হতে পারো। সেভাবে তোমার আগামী দিনের পথ অতিক্রান্ত করো। জীবনে কখনো সত্যের পথ থেকে সরে দাঁড়িয়ো না। সবসময় সত্যের সাথে চলবে। দেখবে একদিন জীবনে সফল হবেই হবে।

দীর্ঘজীবী হও এবং সকলের একান্ত অনুগত হও। সেই সাথে দোয়া করি তুমি যেন বংশের মুখ উজ্জ্বল করতে পারো, সকলের আনন্দের কারণ হতে পারো। জন্মদিন শতবার ফিরে আসুক তোমার জীবনে। তোমার জন্য দোয়া রইল

যাতে করে হাজার ভিড়ের মাঝে হোক তোমার একটা আলাদা পরিচয়, দুঃখ যেন তোমায় ধরা না দেয়, সবসময় যেন তোমার কাটে ভালো সময়। এই কামনায় তোমাকে আবারও জানাই শুভ জন্মদিন চাচ্চু।

শুভেচ্ছান্তে-রাসেল হোসেন বাবু, (ইউনিভার্সিটি অব জিওমেটিকা, মালয়েশিয়া)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়