শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ মার্চ ২০২২, ১৮:৩২

কচুয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

কচুয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
মোহাম্মদ মহিউদ্দিন

কচুয়ায় তৃতীয় শ্রেনি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গাজী মফিজ (৪৫) নামের এক জনকে আটক করেছে থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার কড়ইয়া ইউনিয়নর শ্রীরামপুর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে গাজী মফিজ পাশ্ববর্তী বাড়ির ৯ বছরর এক শিশু তেতুল গাছের নিকট তেতুল কুড়াত এলে চকলট দেওয়ার প্রলোভন দেখিয় তাকে নির্জন একটি ঘর নিয়ে ধর্ষনর চেষ্টা করে। তার ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে গাজী মফিজ দৌড়ে পালিয়ে যায়।

গতকাল মঙ্গলবার এ ঘটনায় শিশুটির মামা আলমগীর হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক শ্রীরামপুর ছুটে এসে গাজী মফিজকে আটক করে।

কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন জানান, অভিযোগের প্রেক্ষিতে গাজী মফিজকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়