মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৫:২৬

লক্ষ্মীপুরে শহীদদের কবরে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন, দোয়া

তাবারক হোসেন আজাদ, রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরে শহীদদের কবরে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন, দোয়া

জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে লক্ষ্মীপুরের সদর ও রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকালে সদরের পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রথম শহীদ সাদ আল আফনানের কবরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এরপর পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার আকতার হোসেন।

মঙ্গলবার সকালে রায়পুরে ঝাউডুগি গ্রামে শহীদ ফয়েজ ও চরমহোনা গ্রামে শহীদ ওসমানের কবরে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান, সহকারী কমিশনার নিগার সুলতানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর ও রামগঞ্জ) জামিলুল হক ও ওসি নিজাম উদ্দিন ভুইয়া।

পৃথকভাবে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আরমান হোসাইন ও রায়পুরে আরিফ আনোয়ারের নেতৃত্বে শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাদ আল আফনান, ওসমান ও ফয়েজের কবরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় পুলিশ সুপার আকতার হোসেন বলেন, ২০২৪-এর চেতনায় উজ্জীবিত হয়ে যাঁরা দেশের জন্যে প্রাণ দিয়েছেন, জাতি কখনও তাঁদের ভুলবে না। তিনি আরো বলেন, শহীদদের মর্যাদা ও শহীদ পরিবারের নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশ।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে ১৭জন শহীদ হয়েছেন। এঁদের মধ্যে ৪ জন লক্ষ্মীপুর ও অন্যরা দেশের বিভিন্ন স্থানে শহীদ হয়েছেন। প্রত্যেকটি শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। যে চেতনা নিয়ে দেশের তরুণরা প্রাণ দিয়েছেন, সেটি রক্ষা করাই এখন মূল দায়িত্ব।

এছাড়া রায়পুর ও সদরে উপজেলা পরিষদ কার্যালয়ে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়