প্রকাশ : ২৫ মে ২০২৫, ২১:৪৭
চাঁদপুর লঞ্চঘাটে নেই সিসি ক্যামেরা।। নিরাপত্তাহীনতায় যাত্রীরা

চাঁদপুর লঞ্চঘাটের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনবহুল স্থানে সিসি ক্যামেরার কোনো ব্যবস্থা নেই। ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রীকে নিরাপত্তাহীনতার মধ্যে চলাচল করতে হচ্ছে।
|আরো খবর
যাত্রীরা জানান, লঞ্চঘাটে কোনো সিসি ক্যামেরা না থাকায় চুরি, ছিনতাই বা হয়রানির ঘটনা ঘটলেও তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে সন্ধ্যার পর নারী ও শিশু যাত্রীরা আতঙ্কে থাকেন। এছাড়া লঞ্চঘাট এলাকার সড়কটির বেহাল দশা। টার্মিনালে প্রবেশ করতে ১০ টাকা দিয়ে প্রবেশ করতে হয়। কিন্তু পন্টুনে যাত্রীদের জন্যে শৌচাগার নেই। বিআইডব্লিউটিএ'র সেবা বলতে চোখে পড়ার মতো কিছুই দেখি না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, কয়েকদিন আগে এক মহিলার ব্যাগ থেকে মোবাইল ফোন চুরি হয়ে যায়। কিন্তু সিসি ক্যামেরা না থাকায় কাউকে ধরা সম্ভব হয়নি।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক একেএমএস ইকবাল বলেন, দেশের এতো বড়ো একটি লঞ্চঘাট এটি! প্রতিদিন হাজার হাজার যাত্রী আসা যাওয়া করে। অথচ ঘাটে বা ঘাট এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই। সিসি ক্যামেরা না থাকায় পুলিশদেরও সমস্যায় পড়তে হয়।
বিআইডব্লিউটিএ'র উপ-পরিচালক মো. বশির আলী খান বলেন, যাত্রীদের নিরাপত্তায় ৪টি পন্টুন করা হবে। কিন্তু সিসি ক্যামেরা না থাকায় একটু অসুবিধা হচ্ছে। সিসি ক্যামেরার জন্যে চাহিদা ঢাকায় দেয়া হয়েছে, দিলে লাগানো হবে। তবে সংশ্লিষ্টদের মতে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলে যাত্রীরা আরও নিরাপদবোধ করতেন এবং অপরাধ রোধ করা সম্ভব হতো।
যাত্রীরা বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বিশেষ করে ঈদুল আজহার সময়ে যাত্রীর চাপ অনেক বেড়ে যায়, তখন ভিড়ের মধ্যে পকেটমার, চুরি, ছিনতাইসহ বড়ো ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।