বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ১৯ জুন ২০২১, ১১:৩৪

চাঁদপুরে করোনা পরিস্থিতি ভয়াবহ ॥ ১৫ মাসে সর্বোচ্চ আক্রান্ত

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট

চাঁদপুরে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। করোনা শনাক্তের হার এখন দেশের শীর্ষে আছে চাঁদপুর জেলা। গত বছর থেকে এ পর্যন্ত ১৫ মাসে গতকাল ছিলো সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত। গতকাল একদিনে নমুনা পরীক্ষার হিসেবে করোনা শনাক্তের হার হয়েছে ৩২.৩০ ভাগ। অথচ বৃহস্পতিবার এই হার ছিলো ২০.২১ ভাগ। একদিনের ব্যবধানে আক্রান্তের হার ১২% এর অধিক বেড়েছে।

গতকাল শুক্রবার রাতে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, গতকাল চাঁদপুর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৬৫ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় ২১ জনের। উপজেলা ভিত্তিক এই সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ১১, শাহরাস্তিতে ১, ফরিদগঞ্জে ১, মতলব দক্ষিণে ৫ ও মতলব উত্তরে ২ জন। এছাড়া শরীয়তপুর জেলার সদর উপজেলার ১ জনের করোনা শনাক্ত হয়েছে চাঁদপুরে।

এদিকে নতুন শনাক্ত হওয়া ২১ জনসহ জেলায় এই ১৫ মাসে করোনায় আক্রান্ত হলো ৫০৫৫ জন। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৬৪৪ জন। মারা গেছেন ১২৪ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৬৬ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়