শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ২০:৩০

হাইমচরে কোস্টগার্ডের অভিযানে ৫০ হাজার মিটার জালসহ নৌকা জব্দ

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে কোস্টগার্ডের অভিযানে ৫০ হাজার মিটার জালসহ নৌকা জব্দ

চাঁদপুর হাইমচরের মেঘনায় কোস্টগার্ডের মা ইলিশ রক্ষা অভিযানের ৬ষ্ঠ দিনে ৫০ হাজার মিটার জালসহ ২টি নৌকা জব্দ করা হয়েছে। ৯ অক্টোবর শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন হাইমচর কোস্টগার্ড।

হাইমচর কোস্টগার্ড সূত্রে জানা যায়, কোষ্টগার্ড সিসি মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে গাজিপুর, নীলকমল, হাইমচর ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন হাইমচর কোস্টগার্ড কর্মকর্তাবৃন্দ। অভিযান চলাকালীন সময়ে মেঘনায় ইলিশ নিধনকালে অসাধু জেলেদের ধাওয়া করলে জেলেরা জাল ও নৌকা রেখে পালিয়ে যায়। ঐখান থেকে ২টি নৌকাসহ ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়। অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী সজিব দাসসহ কোস্টগার্ডের কর্মকর্তাবৃন্দ।

কোস্টগার্ড সিসি মোঃ শাহাদাত হোসেন জানান, মেঘনায় অভিযান পরিচালনা করে আমরা ২টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৫০ হাজার মিটার জাল জব্দ করেছি। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করে দেয়া হয়েছে। নৌকা দুটি জব্দ করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়