বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১২:৪২

র‌্যাব-১১-এর অভিযান

মুরাদনগরে আলোচিত চার বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রেস রিলিজ
মুরাদনগরে আলোচিত চার বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

গত ২৩ অক্টোবর ২০২৫ সকাল সাড়ে ৬টার সময় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাধীন ছালিয়াকান্দি গ্রামের সৈয়দ বাড়ির জনৈক বাসারের রান্না ঘরে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় ১ জনের নাম উল্লেখপূর্বক একটি শিশু ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেলে র‌্যাব-১১, সিপিসি-২ ও র‌্যাব-১০-এর একটি বিশেষ যৌথ আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি সাকিব প্রকাশ বাবু (২০) (পিতা-মো. রমিজ মিয়া, সাং-ছালিয়াকান্দি, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি সাকিব প্রকাশ বাবু (২০) ও শিশু ভিকটিম একই বাড়ির বাসিন্দা। ঘটনার দিন সকালে শিশুটি তার নানীকে খুঁজতে ঘর থেকে বের হয়। এ সময় আসামি শিশুটিকে বাইরে একা দেখতে পেয়ে কদবেল দেয়ার প্রলোভন দেখিয়ে তাকে জনৈক বাসারের রান্না ঘরে নিয়ে তার পরিধেয় বস্ত্রাদি খুলে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি কান্নাকাটি করলে এবং শিশুটির নানী শিশুটিকে ডাকাডাকি করলে আসামি তাকে নিয়ে রাস্তার দিকে আসে। তখন ধর্ষিতা শিশুর নানী শিশুটিকে নিয়ে তাদের ঘরে ফিরলে মা তার কান্নাকাটির বিষয়ে জিজ্ঞাসা করলে শিশু ধর্ষণের ঘটনাটি তার মাকে জানালে শিশুটির বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় শিশু ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ধৃত আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে সে শিশুটিকে ধর্ষণের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্যে কুমিল্লা জেলার মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়