রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৪:১৮

রায়পুরে সোনার দোকান ও প্রবাসীর বাড়িতে ডাকাতি

রায়পুরে সোনার দোকান ও প্রবাসীর বাড়িতে ডাকাতি
রায়পুরের মীরগঞ্জ বাজারে সোনার দোকানে ডাকাতির ঘটনায় মাটিতে লুটিয়ে পড়ে বিলাপ করছেন ব্যবসায়ী গোবিন্দ মজুমদার।
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে সোনার দোকান ও প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ওই দোকান ও বাড়ি থেকে ৫০ ভরি স্বর্ণসহ তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) ভোর রাতে বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের প্রবাসী মাওলানা আমির হোসেন মঞ্জিলে (চিনন বেপারী বাড়ি) এবং রোববার ভোর রাতে মীরগঞ্জ বাজারের স্বর্ণ ব্যবসায়ী গোবিন্দ মজুমদারের দোকানে ডাকাতি হয়।

স্বর্ণ ব্যবসায়ী গোবিন্দ মজুমদার উপজেলার বামনী ইউনিয়নের সাগর্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর-রামগঞ্জ ও সদর উপজেলার বোডার স্থানের মীরগঞ্জ বাজারে গোবিন্দ মজুমদারের ‘পুজা শিল্পালয়’ নামে একটি স্বর্ণালংকারের দোকান। রোববার ভোররাতে দোকানে ডাকাত দল হানা দেয়। দোকানের ভেতরের লকার ভেঙ্গে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

শনিবার ভোর রাতে বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের মাওলানা আমির হোসেন মঞ্জিলে (চিনন বেপারী বাড়ি) ডাকাতদল হানা দিয়ে নগদ টাকা ও ২০ ভরি স্বর্ণসহ তিন লাখ টাকার মালামাল লুট করে ডাকাত দল।

এদিকে খবর পেয়ে সদর থানা ও রায়পুর থানার পুলিশরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ইউপি সদস্য মো. সোহেল জানিয়েছেন।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বলেন, মীরগঞ্জ বাজারে সোনার দোকান ও বামনীর কোলাকোপা গ্রামে প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মালামাল লুটের ঘটনায় তদন্ত হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়