প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ২০:১৮
মেঘনায় মাছ শিকারে গিয়ে ৮ জেলে আটক, হামলায় নৌ পুলিশসহ আহত ৪

নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে যাওয়ায় ৮ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় জেলেদের হামলায় মজুচৌধুরীঘাট নৌ পুলিশ ফাঁড়ির দু সদস্য আহত হয়েছেন।
|আরো খবর
মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকেলে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ এসব তথ্য জানান।
আহত পুলিশের সদস্যরা হলেন : কনস্টেবল ওম প্রকাশ দে ও মোবারক হোসেন। এ ছাড়া পুলিশের হাত থেকে পালাতে নদীতে ঝাঁপ দিয়ে মো. হেলাল ও মো. বাবলু নামের দুই জেলেও আহত হয়েছেন। আহত হেলাল সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, আটক জেলেদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মজুচৌধুরীঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল হক বাদী হয়ে মামলা করেছেন। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌ পুলিশ জানায়, ৪ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকারি নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের কাটাখালী সংলগ্ন নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তারা বৈঠা দিয়ে আঘাত করে কনস্টেবল মোবারককে ও পোড়া মাটির চাক্কি নিক্ষেপ করে কনস্টেবল ওম প্রকাশকে আহত করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ ইঞ্জিনচালিত নৌকাটি জব্দ করে। অভিযানে জেলেদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা, প্রায় ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪ টি কাঠের বৈঠা ও ১০ টি পোড়া মাটির চাক্কি জব্দ করে।
লক্ষ্মীপুর মজুচৌধুরীঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল হক বলেন, সরকারি কাজে বাধাসহ দুই পুলিশ সদস্যকে আহত এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের ঘটনায় থানায় মামলা করেছি। পরে আসামিদেরকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।