মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৫:৫৮

মতলবে তিন মাদক ব্যবসায়ীকে জেল ও জরিমানা

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে তিন মাদক ব্যবসায়ীকে জেল ও জরিমানা
মতলবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ইউএনও মো. আমজাদ হোসেন। পাশে আটককৃত তিন মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদকদ্রব্য।

মতলব দক্ষিণ উপজেলার ভাঙ্গারপাড় ও তাঁতখানা গোদারাঘাট এলাকায় মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকালে অবৈধ মাদকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. আমজাদ হোসেন।

জানা যায়, অভিযানে আটককৃতদের মধ্যে মতলব পৌরসভার ভাঙ্গারপাড় এলাকার মো. জসিম উদ্দিন প্রধান (৩৫) কে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং অপর আসামী নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের তাঁতখানা গ্রামের জসিম উদ্দিন (৪৩) কে ১শ' ২০ গ্রাম গাঁজা ও ভাঙ্গারপাড় এলাকার জুয়েল প্রধানীয়া (৩৬) কে ৬০ পিচ ইয়াবা বিক্রির অপরাধে নিয়মিত মামলার জন্যে থানায় প্রেরণ করা হয়। অভিযুক্তদের কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা জব্দ করা হয়।

এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিচালক তরিকুল ইসলাম ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, আমাদের সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং মাদক নির্মূলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে । মাদককে না বলে জীবনের পক্ষে অবস্থান নিতে হবে। মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়