সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০১:২৫

শ্রীমঙ্গলে অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় শাড়ি উদ্ধার, আটক ৩

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় শাড়ি উদ্ধার, আটক ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ পন্থায় আমদানিকৃত ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঢাকা- সিলেট আঞ্চলিক সড়কের সখিনা সিএনজি পাম্পের সামনে থেকে একটি পিকআপ গাড়ি থেকে ২৬৯ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

এ সময় গাজীপুর জেলার জয়দেবপুরের রুহুল আমিনের পুত্র রায়হান হাওলাদার (৩৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের আবুল কাশেমের পুত্র ওমর ফারুক (৩২) ও নেত্রকোনা জেলার পূর্বধলার হাছেন আলীর ছেলে মো. আবু তাহের (৪৫)কে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে আমদানি করা ভারতীয় শাড়ির চালান নিয়ে বিক্রয় করার উদ্দেশ্যে শ্রীমঙ্গলের দিকে আসছিল। জব্দ করা শাড়ির মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা। আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়