মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০১:৪৯

সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানে শ্রীকালিয়া থেকে আটক আল আমিন

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

সোমবার (২৮ জুলাই ২০২৫) দুপুর সাড়ে ১২টায় ফরিদগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স ও সেনাবাহিনীর সহায়তায় একটি সফল অভিযান পরিচালনা করেন।

অভিযানটি চালানো হয় ফরিদগঞ্জ থানাধীন ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামস্থ সওদাগর বাড়ির সামনে বড়ো ব্রীজের ওপর। অভিযানে ২২ বছর বয়সী আল আমিন প্রঃ সামির (পিতা- ফয়সাল আহাম্মেদ প্রঃ রনি, সাং- শ্রীকালিয়া সওদাগর বাড়ি)কে আটক করা হয়।

আটকের সময় আল আমিনের কাছ থেকে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার পর অভিযুক্ত আল আমিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে এজাহার দায়ের করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

পরে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এই অভিযানে সেনাবাহিনীর অংশগ্রহণ ছিল তাৎপর্যপূর্ণ, যা ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করার সংকেত দিচ্ছে।

উল্লেখ্য, ফরিদগঞ্জ এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

বিসিকে/এমজেডএইচ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়