প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:১৪
কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান : ৩১ জন আটক, কাউন্সেলিং শেষে ৫ জন মুক্ত

চাঁদপুর সদর মডেল থানার সার্বিক তত্ত্বাবধানে এবং চাঁদপুর জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর দিক নির্দেশনায় শুক্রবার (২৫ জুলাই ২০২৫) চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) এবং সঙ্গীয় অফিসার ও ফোর্স। অভিযান পরিচালিত হয় শহরের হাসান আলী মাঠ, মিশন রোড, ছায়াবাণী মোড়, সিএনজি স্ট্যান্ড এবং রেলস্টেশন প্ল্যাটফর্ম এলাকায়। অভিযানের সময় কিশোর অপরাধে জড়িত সন্দেহে মোট ২৬ জন কিশোরকে আটক করা হয়। পরে তাদের সিডিএমএস ও পিসিপিআর যাচাই করে অভিভাবকদের জিম্মায় প্রদানপূর্বক কিশোর অপরাধ সংক্রান্তে প্রয়োজনীয় কাউন্সেলিং করা হয়।
|আরো খবর
আটককৃত কিশোরদের নাম ও পরিচয় নিম্নরূপ :১. মোঃ ইয়াছিন (১৮), পিতা-মো. কাদির গাজী, মাতা-রীনা বেগম, সাং-ভূইয়া বাড়ি, রহমপুর কলোনী; ২. আফনান শেখ (১৫), পিতা-শেখ মো. আলমগীর, মাতা-বেবী নাজনীন, সাং-রহমতপুর কলোনী; ৩. শাহিব হোসেন (১৮), পিতা-জাহাংগীর হোসেন, মাতা-শামিন বেগম, সাং-নতুন বাজার, উকিল পাড়া; ৪. মো. ফাইয়াস হোসেন জাহিদ (১৭), পিতা-মো. বিল্লাল হোসেন, মাতা-আয়েশা বেগম, সাং-ট্রাকঘাট, ১৪৭নং রহমতপুর আবাসিক এলাকা;৫. ফাহাদ মোল্লা (১৮), পিতা-শাহাদাত হোসেন, মাতা-আয়েশা বেগম, সাং-নবাবগঞ্জ, ঢাকা; বর্তমান : রহমতপুর কলোনী; ৬. ইমতিয়াস অলিম নিশাত (১৮), পিতা-বুলবুল আহমেদ, মাতা-সালমা বেগম, সাং-আলিমপাড়া; ৭. মো. ফারহান গাজী (১৮), পিতা-মো. মোশারফ হোসেন, মাতা-ফাহিমা বেগম, সাং-নতুন বাজার, উকিল পাড়া; ৮. মো. সোহেল আহমেদ (১৭), পিতা-মো. সেকান্দর, মাতা-শাহিনা খাতুন, সাং-গাজী সড়ক; ৯. মো. জিহাদ মজুমদার (১৮), পিতা-খাদেমুল বাশার মজুমদার, মাতা-তাছলিমা আক্তার, সাং-আলিমপাড়া; ১০. লাবিব খান (১৮), পিতা-মো. জহির হোসেন খান, মাতা-মাহমুদা বেগম, সাং-পালপাড়া, রাশেদ কর্নার ভিলা; ১১. মো. আরব আলী(১৭), পিতা-মো. কাদির মিজি, মাতা-আয়শা বেগম, সাং-মৈশাদী, ০২নং ওয়ার্ড; ১২. শফিনুর হক (১৯), পিতা-ডা. শাহিদুল হক, মাতা-ডা. সালেহা হক, সাং-বাবুরহাট ; ১৩. মো. শান্ত মিজি (১৯), পিতা-শাহজাহান মিজি, মাতা-আমেনা বেগম, সাং-হামানকর্দ্দি; ১৪. হাসিব খান (১৭), পিতা-জসিম খান, মাতা-রাবেয়া বেগম, সাং-মধ্য তরপুরচন্ডী; ১৫. মো. শান্ত হোসেন (১৫), পিতা-মো. আনোয়ার হোসেন, মাতা-শাহিনা বেগম, সাং-তরপুরচন্ডী; ১৬. সজিব হোসেন (১৭),পিতা-সুমন মাঝি, মাতা-মুন্নি বেগম, সাং-তরপুরচন্ডী; ১৭. রবিউল (১৮), পিতা-জাহাঙ্গীর গাজী, মাতা-পারুল বেগম, সাং-মৈশাদী; ১৮. ফাহিম (১৯), পিতা-লিটন, মাতা-হালিমা বেগম, সাং-দাসদী; ১৯. রাফসান রাহিম গাজী (১৫), পিতা-মহসিন গাজী, মাতা-রুবি বেগম, সাং-ওয়ারলেস বাজার
২০.নাফিজআহমেদ(১৫), পিতা-ফারুক আহমেদ, মাতা-ফারজানা বেগম, সাং-আলিমপাড়া; ২১. মো. মাসুদ ইসলাম (১৮), পিতা-আরশাফুল, মাতা-মনজুআরা, সাং-আমতলী, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা; বর্তমান : মাদ্রাসা রোড; ২২. মোঃ মীম ইসলাম (১৮), পিতা-মো. ফেরদৌস রহমান, মাতা-আছমা বেগম, সাং-আমতলী, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা; বর্তমান : মাদ্রাসা রোড; ২৩. মো. রকি মিয়া (১৯), পিতা-নজরুল ইসলাম, মাতা-মোসা. মাহমুদা বেগম, সাং-বড়ইপাড়া, ০৪নং ওয়ার্ড, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা; বর্তমান : মাদ্রাসা রোড; ২৪. মো. গোলাম রাব্বী মিয়া (২০), পিতা-জাহাঙ্গীর মিয়া, মাতা-হাসিনা বেগম, সাং-ছায়াবাণী মোড়, ১০নং পৌর ওয়ার্ড; ২৫. সৌরভ দে (২০), পিতা-মানিক দে, মাতা-কনিকা দে, সাং-পালপাড়া; ২৬. আসিফ বিব মাহবুব (১৮), পিতা-মাহবুব হোসেন দেওয়ান, মাতা-আফরোজা বেগম, সাং-কোড়ালিয়া রোড, ০৮নং ওয়ার্ড, চাঁদপুর।
পুলিশের বক্তব্য অনুযায়ী, ভবিষ্যতে যেন এই কিশোররা অপরাধে জড়িয়ে না পড়ে সে লক্ষ্যে সচেতনতামূলক কাউন্সেলিং ও অভিভাবকদের সহযোগিতা নেওয়া হয়েছে। পাশাপাশি জুয়া ও অন্যান্য অপরাধ কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চাঁদপুর সদর মডেল থানা।