প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১৯:৩০
মতলব উত্তরে সচেতনতামূলক সভা
জাটকা রক্ষায় প্রতিনিয়তই অভিযান অব্যাহত আছে
-------জেলা মৎস্য কর্মকর্তা

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেছেন, মতলব উত্তর উপজেলার ষাটনল হতে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার, ভোলা, বরিশাল পর্যন্ত পয়লা মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত এ দুমাস সরকার জাটকা রক্ষায় অভয়াশ্রম ঘোষণা করেছে। সে কারণে প্রতিনিয়তই চাঁদপুরের যে সকল নদীপথ ও স্থলপথে জাটকা রক্ষা কার্যক্রমের অভিযান চলার কথা, সেটি অব্যাহত আছে। জাটকা রক্ষা কার্যক্রমের সময়গুলোতে নিবন্ধিত জেলেদেরকে খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের জন্যে গরু, ছাগল, জাল ও সেলাই মেশিন উপকরণ হিসেবে দিয়ে থাকে সরকার।
|আরো খবর
বুধবার (২৩ এপ্রিল ২০২৫) মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের চরহরিগোপে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নভেম্বর থেকে আট মাস জাটকা ধরা বন্ধ থাকে, অক্টোবর-নভেম্বর মাসে মা ইলিশ ডিম পাড়ে। সেজন্যে সরকারের নিষিদ্ধ ঘোষিত সময়গুলোতে ডিমওয়ালা মাছ, জাটকা ও গুঁড়া মাছ নিধন করা যাবে না। সরকারের নীয়মনীতি মেনে না চললে জেল- জরিমানার বিধান রয়েছে। বিশ্বের কোনো দেশে এ সমস্ত কার্যক্রম নেই, শুধু আমাদের বাংলাদেশে রয়েছে। নিবন্ধিত জেলে যারা মারা গেছে, যারা বিদেশে চলে গেছেন এবং যারা পেশা পরিবর্তন করে অন্য ব্যবসায় বা পেশায় চলে গেছেন তাদের কার্ডগুলো উপজেলা মৎস্য অফিসে জমা দেয়ার জন্যে অনুরোধ জানিয়ে তিনি বলেন, জেলায় চল্লিশ হাজার পাঁচ শত নিবন্ধিত জেলে আছে। তারা সকলেই উপকরণের আওতায় আছে। সকলকে আইন মেনে চলার ও সচেতন হবার জন্যে আহ্বান জানান তিনি।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিজয় কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাংবাদিক একেএম গোলাম নবী খোকন, মতলব উত্তর থানার এসআই দেলোয়ার হোসেন, অভয়াশ্রম এলাকার সাবেক শিক্ষক ক্ষিতিশ মাস্টার প্রমুখ।সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলে সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন ।