বুধবার, ০৭ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২২, ২০:২০

কারাগারে আটককৃত মায়ের সাথে থাকা শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ

মোঃ আবদুর রহমান গাজী
কারাগারে আটককৃত মায়ের সাথে থাকা শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ

বৃহস্পতিবার ২৮ এপ্রিল দুপুর বেলা ১২টায় সমাজসেবা অধিদফতরাধীন অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির অর্থায়নে চাঁদপুর জেলা কারাগারে আটককৃত মায়ের সাথে থাকা শিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক ও শুকনো খাবার বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ ৬ জন ছেলে ও ৪ জন মেয়ে শিশুর হাতে পরম মমতায় এসব উপকরণ তুলে দেন। এছাড়া তিনি কয়েদিদের বিনোদনের জন্যে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির অর্থায়নে তিনটি টেলিভিশন জেল সুপারের নিকট হস্তান্তর করেন।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন, সমাজসেবার প্রবেশন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়