মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪২

মতলব উত্তর চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু

মাহবুব আলম লাভলু
মতলব উত্তর চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু

রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজেদা বেগম (৭৫) মারা যান। ৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজিকান্দি ইউনিয়নের সরকার পাড়া গ্রামের সরকার বাড়িতে সম্পত্তিগত বিরোধের জের ধরে নারগিস বেগম (৫৫) এর বৃদ্ধার মা মাজেদা বেগম (৭৫) প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন তার পরিবার।  বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারী) নিহত মাজেদা বেগম ছেলে রামদাসপুর নিশান খোলা গ্রামের মোস্তফা মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মুস্তাকিন সরকারসহ চার জনকে আসামী করা হয়েছে বলে জানা যায়।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, এ মৃত্যু নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলা হচ্ছে। সরকার পাড়া গ্রামের সরকার বাড়িতে সম্পত্তিগত বিরোধের জের ধরে দীর্ঘ দিন যাবত বিবাদ চলছে। এ বিষয়ে মামলা চলছে। ৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে হামলার ঘটনা । মাজেদা বেগমের মৃত্যু হয়েছে রবিবার (২০ ফেব্রুয়ারি)। হাসপাতালে নেওয়ার পর দিন তার মৃত্যু হয়।

মাজেদা বেগমের মৃত্যুর কারন জানা যাবে তার ময়না তদন্তের রির্পোটের পর। ময়না রির্পোটে জানা যাবে মাজেদা বেগম হত্যা করা হয়েছে কিংবা অন্য কোন কারনে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার(২৫ ফেব্রুয়ারী) নারগিস বেগমের মেয়ে ইতি দৈনিক চাঁদপুর কন্ঠকে জানান মুস্তাকিন সরকারের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পত্তিগত বিরোধ চলে আসছে। ঘটনার দিন মুস্তাকিন আমার মা ও নানীকে বেদম পিঠায়। তার এই পিঠানোর কারনে আমার নানী মারা গেছে।

১২নং ফরাজিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, এ ঘটনার যেনো ন্যায় বিচার হয় তার জন্য আমি সার্বিক সহযোগিতা করবো।

মতলব উত্তর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মাজেদা বেগমের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। মামলা নেওয়া হয়েছে। পুলিশ আইনী ব্যবস্থা গ্রহন করছে। অভিযুক্তদের আটকের অভিযান চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়