মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪১

হাজীগঞ্জে ২ মাদ্দাহ খাঁ বেকারির জরিমানা ২০ হাজার টাকা

হাজীগঞ্জে ২ মাদ্দাহ খাঁ বেকারির জরিমানা ২০ হাজার টাকা
কামরুজ্জামান টুটুল

খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় মাদ্দাহখাঁ ও মাদ্দাহখাঁ ২ নামের দৃটি বেকারিকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর এর কার্যালয়ের সহকারি পরিচালক নূর হোসেন রুবেল বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন।

সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন মো. নুর হোসেন রুবেল। অভিযানে মাদ্দাখাঁ বেকারী ও মাদ্দাখাঁ ফুড প্রোডাক্টসের খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় নগদ ১০ হাজার করে বেকারি দুটিকে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় দুই বেকারির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার নির্দেশনা দেন মো. নুর হোসেন রুবেল। এ সময় উপস্থিত জনসাধারণকে আইনের বিভিন্ন দিক তুলে ধরে সচেতন করেন তিনি।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে সহকারি পরিচালক নূর হোসেন রুবেল। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করে উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস মিয়ার নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়