মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২২, ১৮:২৩

মতলবে ৩টি ইটভাটায় জরিমানা

মতলবে ৩টি ইটভাটায় জরিমানা
রেদওয়ান আহমেদ জাকির

মতলব দক্ষিণ উপজেলার ৩টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অভিযোগে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ৩১ জানুয়ারি সোমবার দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অভিযানে এ জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স না থাকা, কৃষি জমির মাটি কেটে ইট প্রস্তুত করা, কয়লা না পুড়িয়ে ইট তৈরী করাসহ বিভিন্ন অভিযোগে উপজেলার বাইশপুর এলাকায় সিএসবি ব্রীক ফিল্ডের মালিক বিল্লাল ফরাজী গংকে ৫০ হাজার টাকা, শাহপরান ব্রীক ফিল্ডের রশিদ ফরাজী গংকে ৭০ হাজার টাকা, কেএসবি ব্রীক ফিল্ডের কাশেম বেপারী গংকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া জানান, সকল অবৈধ ইট ভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়