মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:০১

৫টি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
৫টি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জের ৫টি ইটভাটা থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৮ ডিসেম্বর বুধবার চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় ৫টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।

চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদির মেসার্স এবিএম ব্রিকস্, নানুপুরের মেসার্স নানুপুর ব্রিকস্, ফরিদগঞ্জ উপজেলার মুন্সীরহাটের মেসার্স মুন্সীরহাট ব্রিকস্ ও মেসার্স মামুন এন্ড ব্রাদার্স ব্রিকস্সহ নুরপুরের মেসার্স উটতলী নূরপুর ব্রিকস্কে এক লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকদের বৈধভাবে ইটভাটা পরিচালনা করার জন্যে নির্দেশনা প্রদান করা হয়।

উক্ত অভিযানে চাঁদপুর জেলা পুলিশের টিম সক্রিয় অংশগ্রহণ করে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়