মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ১৪:৩০

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ১ জন আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ১ জন আটক

চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে। এতে ১২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডীতে ১ জন জনকে আটক করা হয়। সদর উপজেলার উত্তর-পশ্চিম তরপুরচন্ডি গ্রামের পাটোয়ারী বাড়ীতে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবাসহ মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী (৩১) আটক করা হয়। এই বিষয়ে উপপরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ বাজার পাঠান গ্রামস্থ মোঃ ডালিম মিয়ার বসত ঘর থেকে ১০২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ী ডালিম মিয়া পালিয়ে যায় বলে জানা যায়। পলাতক আসামীর বিরুদ্ধে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়