প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ২১:৫২
"২০ কোটি মানুষের প্রতিনিধিকে উদ্ধার করুন"
শহীদুল আলমের অপহরণে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি

আজ রাজধানীর প্রেসক্লাবে অনুষ্ঠিত “বাংলাদেশের নাগরিক সমাজ” আয়োজিত একটি প্রতিবাদী সমাবেশে বক্তব্য দেন বিজেপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা।
|আরো খবর
“বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রতিনিধি শহীদুল আলমকে ইসরায়েল কর্তৃক অপহরণ করা হয়েছে — এটি শুধু একাধিক ব্যক্তি নয়, পুরো জাতির ওপর এক বিশৃঙ্খল আঘাত। তাঁকে উদ্ধার করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।”
“শহীদুল আলম গাজার মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সবসময়ই তিনি অগ্রণী কণ্ঠস্বর ছিলেন। তাই তাঁর নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন মুফতি আব্দুল্লাহ শাহীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমতা পার্টির চেয়ারম্যান হানিফ বাংলাদেশি, বিশিষ্ট সাংবাদিক রাশিসহ নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা। বক্তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন এবং শহীদুল আলমের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
প্রেক্ষাপট ও অন্যান্য তথ্য
- ফেসবুকে ভিডিও বার্তায় শহীদুল আলম নিজেই জানিয়েছেন যে, গাজার পথে যাওয়া একটি নৌযানে তিনি ছিলেন এবং ইসরায়েলি বাহিনী তাদের জাহাজে উঠে তাকে অপহরণ করছে।
- বাংলাদেশের বিভিন্ন প্রান্তে — বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে — তার অপহরণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ডিসিকে/এমজেডএইচ