রবিবার, ১৩ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০০:৫০

চাঁদপুরে সাংবাদিক সমিতির প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক।
চাঁদপুরে সাংবাদিক সমিতির প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ

চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ১৬ ক্লাসের মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই ২০২৫) বেলা আড়াইটায় চাঁদপুর সরকারি টেকনিক্যাল কলেজ মাঠে ২০ মিনিট সময়ের এই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা।

ম্যাচটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি অ্যাড. ইয়াসিন আরাফাত (চৌধুরী ইয়াসিন ইকরাম)।

সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুসাদ্দেক আল-আকিব। সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম ও কোষাধ্যক্ষ কেএম সালাহউদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক গাজী মো. ইমাম হাসান।

ফুটবল ম্যাচের ‘এ’ দলে অংশগ্রহণ করেন : ইমতিয়াজ, মো. মোহসিন, আব্দুল গাফ্ফার, ছিদ্দিকুর রহমান, নোমান হোসেন, আবুল খায়ের, ওমর ফারুক ও মাহবুব আলম। ‘বি’ দলে অংশগ্রহণ করেন মিজানুর রহমান, মো. শামীম, মাহমুদুল হাসান, শাহজাহান সম্রাট, মো. রবিউল, কেএম সালাহউদ্দিন, মাহফুজ আলম ও মো. জোবায়ের।

রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক মাহবুব অলিউল্যাহ।

১০ মিনিট করে এই খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধে ‘এ’ ও ‘বি’ কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি ড্র হয়। তবে খুব কম সময়ের মধ্যে এই খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে শেষ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়