রবিবার, ১৮ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৫:২১

ফিনল্যান্ডে দুই হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচজন নিহত!

ফিনল্যান্ডের ইউরায় দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষে পাঁচজনের মৃত্যু: একাধিক ব্যবসায়ী নিহত, তদন্তে গোয়েন্দা সংস্থা

মো. জাকির হোসেন
ফিনল্যান্ডে দুই হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচজন নিহত!
ছবি : সংগৃহীত

ব্যবসায়ীসহ পাঁচজনের মৃত্যু, তদন্তে গোয়েন্দা সংস্থা ও ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ

ফিনল্যান্ডের ইউরা এলাকায় শনিবার দুপুরে আকাশে দুইটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একাধিক জন ছিলেন খ্যাতনামা ব্যবসায়ী বলে স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় ইউরা বিমানবন্দরের কাছাকাছি। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থা।

দুটি হেলিকপ্টারই যাত্রা করেছিল এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে এবং গন্তব্য ছিল ফিনল্যান্ডের পাইকাজারভি। ফ্লাইট পরিকল্পনা অনুযায়ী, একটিতে ছিল দুইজন, অপরটিতে তিনজন। পাঁচজনই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

সংঘর্ষের মুহূর্ত

ফিনল্যান্ডের প্রভাবশালী সংবাদপত্র ইলতালেহতি-এর এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় ঘটনাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিলেন প্রত্যক্ষদর্শী আণ্টি মারজানেন। তার ভাষ্যমতে, “আমি কোনো শব্দ শুনিনি, শুধু দেখেছি একটি হেলিকপ্টার আরেকটিকে আঘাত করে। একটি দ্রুত নিচে পড়ে যায়, অন্যটি ধীরে ধীরে মাটিতে আছড়ে পড়ে।”

অন্য একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, প্রথমে দুইটি হেলিকপ্টারকে পাশাপাশি উড়তে দেখা যায়। হঠাৎ করে একটি হেলিকপ্টারের দিক পরিবর্তনের কারণে অন্যটির সঙ্গে সংঘর্ষ ঘটে। পরে আকাশে ধোঁয়ার কুন্ডলী দেখা যায়।

নিহতদের পরিচয়

ফিনিশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিহতদের নাম প্রকাশ না করলেও স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নিহতদের মধ্যে ছিলেন অন্তত তিনজন সফল ব্যবসায়ী। তারা একটি বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। হেলিকপ্টার ভ্রমণটি ছিল একটি প্রাইভেট কর্পোরেট ট্রিপ, যার উদ্দেশ্য ছিল পাইকাজারভিতে একটি সম্ভাব্য বিনিয়োগ প্রকল্প পরিদর্শন।

তদন্তে নামল নিরাপত্তা সংস্থা

ফিনল্যান্ডের জাতীয় তদন্ত সংস্থা সিক্রেট সার্ভিস (SUPO) ও ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন এজেন্সি (Traficom) যৌথভাবে তদন্ত শুরু করেছে। দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা বলেন, “আমরা এ ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। ঘটনাস্থলে উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং ফরেনসিক টিম কার্যক্রম শুরু করেছে।”

তিনি আরও জানান, হেলিকপ্টার দুটির ফ্লাইট রেকর্ডার (ব্ল্যাকবক্স) সংগ্রহ করা হয়েছে। এগুলো বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করা যাবে সংঘর্ষের প্রকৃত কারণ।

আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে

এ দুর্ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে, ব্যবসায়ী সমাজের সদস্যরা নিহত হওয়ায় বিভিন্ন আন্তর্জাতিক কর্পোরেট সংস্থাগুলো বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে একজন ছিলেন এস্তোনিয়ার নাগরিক এবং তার পরিবারকে সবধরনের সহায়তা দেওয়া হবে।

সম্ভাব্য কারণ

বিশেষজ্ঞরা বলছেন, মাঝ আকাশে হেলিকপ্টার সংঘর্ষ খুবই বিরল ঘটনা। সাধারণত এ ধরনের দুর্ঘটনা ঘটে ন্যাভিগেশন বিভ্রাট, পাইলটের ত্রুটি বা প্রযুক্তিগত ত্রুটির কারণে। ফিনল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল এবং কোনোরূপ তীব্র বাতাস বা খারাপ দৃশ্যমানতা ছিল না।

তবে একাধিক বিশেষজ্ঞ মনে করছেন, দুইটি হেলিকপ্টার খুব কাছাকাছি ওড়ার সময় অতিরিক্ত আত্মবিশ্বাস বা সমন্বয়ের অভাব থেকেও এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

সামাজিক প্রতিক্রিয়া

ঘটনার পরপরই ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অরপো এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, “এটি একটি জাতীয় ট্র্যাজেডি। পাঁচটি প্রাণ হারানো মানে পাঁচটি পরিবারে চিরস্থায়ী ক্ষতি।”

সামাজিক মাধ্যমে ফিনল্যান্ডবাসীরা ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই এ দুর্ঘটনায় হেলিকপ্টার চলাচল নিয়ন্ত্রণ নীতিমালার আরও কঠোর পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

সতর্কতা এবং পরবর্তী পদক্ষেপ

এ ঘটনায় হেলিকপ্টার ভাড়া প্রদানকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ফিনিশ ট্রান্সপোর্ট অথরিটি একটি প্রশাসনিক তদন্ত শুরু করেছে। প্রতিষ্ঠানটির হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ এবং পাইলটদের প্রশিক্ষণ পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে।

ফিনল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAA) ইতিমধ্যেই হেলিকপ্টার বাণিজ্যিক ফ্লাইটে কিছু সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে, বিশেষ করে প্রাইভেট কর্পোরেট ফ্লাইটের ক্ষেত্রে।

নিরাপত্তা সংস্কার জরুরি

এই হেলিকপ্টার সংঘর্ষে পাঁচজনের মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয়, এটি গোটা ইউরোপে বেসরকারি বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। তদন্তে যদি প্রমাণ হয়, যে এ দুর্ঘটনা প্রতিরোধযোগ্য ছিল, তাহলে নীতিমালায় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়