শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৯ মে ২০২৫, ২২:৩৬

৫০০ ড্রোন আতঙ্ক: ভারতজুড়ে জরুরি অবস্থা জারি

মো. জাকির হোসেন
৫০০ ড্রোন আতঙ্ক: ভারতজুড়ে জরুরি অবস্থা জারি
ভারত-শাসিত কাশ্মীরে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান। ছবি : সংগৃহীত
নিশানা ভারতের আকাশপথ

নিশানা ভারতের আকাশপথ: পাকিস্তানের ৫০০ ড্রোন হামলা ও জরুরি অবস্থা জারি

পাকিস্তান থেকে একযোগে ৫০০ ড্রোন আক্রমণের অভিযোগে ভারতে অভূতপূর্ব নিরাপত্তা সঙ্কট সৃষ্টি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার মধ্যরাতে দেশব্যাপী জরুরি অবস্থা জারি করার নির্দেশ দিয়েছে।

এমন নজিরবিহীন পদক্ষেপ ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা আইনের ১১ ধারা অনুযায়ী কার্যকর করা হয়েছে।

ড্রোন হামলার অভিযোগ

ভারতীয় নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, ৮ মে দিবাগত রাতে পাঞ্জাব ও জম্মু-কাশ্মীর সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে কমপক্ষে ৫০০ ড্রোন প্রবেশের চেষ্টা করে।

বহু ড্রোন ভারতীয় সীমান্তে গুলি করে নামানো হলেও কয়েকটি সফলভাবে প্রবেশ করেছে বলে দাবি গোয়েন্দা সংস্থার।

ড্রোনে বহন করা সম্ভাব্য বস্তু

RAW ও IB এর তথ্য অনুসারে, এসব ড্রোনে নজরদারি ক্যামেরা, বিস্ফোরক, ওষুধ এবং অস্ত্র বহনের সম্ভাবনা রয়েছে।

পাঞ্জাব, রাজস্থান, গুজরাট এবং জম্মু ও লাদাখ অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

কেন্দ্রের নির্দেশ: ১১ ধারা বলবৎ

দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা আইন অনুযায়ী জরুরি ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে:

  • জননিরাপত্তা নিশ্চিত করা,
  • সরকারি সম্পত্তি রক্ষা করা,
  • জরুরি সেবা (বিদ্যুৎ, পানি, হাসপাতাল, পরিবহন) সচল রাখা,
  • অসামরিক প্রতিরক্ষার সরঞ্জাম ক্রয়ে নিয়ম বহির্ভূত দ্রুত ব্যবস্থা গ্রহণ

কী আছে ১১ ধারায়?

ভারতের Defence of India Rules, 1968 এর Rule ১১ অনুযায়ী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো নিচের ক্ষমতাগুলো প্রয়োগ করতে পারে:

  • জনগণ এবং সম্পত্তি রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ
  • জরুরি অবস্থাতেও জরুরি পরিসেবা সচল রাখার ব্যবস্থা গ্রহণ
  • প্রয়োজনীয় সামগ্রী দ্রুত কেনার ক্ষমতা
  • কর্মী মোতায়েন ও গমনাগমন নিয়ন্ত্রণে প্রশাসনিক নির্দেশ জারি করা

সেনা ও নিরাপত্তা বাহিনী তৎপর

ভারতের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর Sukhoi ও Rafale যুদ্ধবিমান ইতোমধ্যে সীমান্তের আকাশে টহল দিচ্ছে।

সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত BSF ও ITBP জওয়ান। ড্রোন প্রতিরোধে anti-drone jammer system সক্রিয় করা হয়েছে।

পাকিস্তানের প্রতিক্রিয়া

পাকিস্তান এই অভিযোগকে 'ভিত্তিহীন' ও 'উসকানিমূলক' আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। ইসলামাবাদে ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে ডেকে এর প্রতিবাদ জানানো হয়েছে।

“ভারত নিজের অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বলতা ঢাকতেই বারবার পাকিস্তানকে দায়ী করছে।” — পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে

দিল্লিতে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের জন্য বিশেষ ব্রিফিং আয়োজন করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

‘পাকিস্তানের উসকানিমূলক কর্মকাণ্ড’ সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করতে কূটনৈতিক প্রচারণা চলছে।

জনসাধারণের প্রতি নির্দেশনা

“সরকার সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।” — স্বরাষ্ট্র মন্ত্রণালয়

তবে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্লেষণ: পাকিস্তান-ভারত উত্তেজনার নতুন ধাপ

বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল-গাজা যুদ্ধ ও চীন-তাইওয়ান উত্তেজনার প্রেক্ষাপটে এই পরিস্থিতি আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির ইঙ্গিত দিতে পারে।

অনেকের আশঙ্কা, সীমান্তে ড্রোন যুদ্ধ বাস্তব সংঘর্ষের রূপও নিতে পারে।

বিশেষজ্ঞ মতামত

“৫০০ ড্রোন পাঠানো নিঃসন্দেহে একটি সংগঠিত সামরিক পদক্ষেপ।” — অরুণ শর্মা, প্রতিরক্ষা বিশ্লেষক

“এটি রাজনৈতিকভাবে উসকানিমূলকও হতে পারে—ভোট সামনে রেখে জনগণের মনোযোগ ঘোরানোর প্রচেষ্টাও বাদ দেওয়া যায় না।” — অধ্যাপক ফারহানা ইসলাম


ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়