মঙ্গলবার, ২০ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৯ মে ২০২৫, ২১:৩৩

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে 'কোড এন্ড ক্লেশ ১.০' প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে 'কোড এন্ড ক্লেশ ১.০' প্রতিযোগিতা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) এই প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে 'কোড এন্ড ক্ল্যাশ ১.০' এক ব্যতিক্রমধর্মী প্রযুক্তি প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও প্রোগ্রামিং ক্লাবের আয়োজনে মঙ্গলবার (২০মে ২০২৫) সকাল ৯টা থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিতব্য এই আয়োজনে থাকছে চারটি প্রতিযোগিতা— কোডিং কনটেস্ট, ই-ফুটবল, টাইপিং স্পিড টেস্ট এবং লুডু কুইন।

এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগ : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগ এবং ব্যবসায় প্রশাসন বিভাগ।

আয়োজকরা আশা করছেন, 'কোড এন্ড ক্ল্যাশ ১.০' শুধু প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও দলগত কাজের মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত কোনো আন্তঃবিশ্ববিদ্যালয় প্রযুক্তি প্রতিযোগিতা, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের জন্যে একটি পথপ্রদর্শক হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়