বুধবার, ০১ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০০:৫৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চিকিৎসা সেবা প্রদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চিকিৎসা সেবা প্রদান

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চিকিৎসা সেবা প্রদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর শহরের পুরাণবাজার নবপল্লী আবাসিক এলাকায় নবতারা পূজা মণ্ডপের উদ্যোগে একটি ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হেলথ ক্যাম্পটি পরিচালনা করেন ডা. শান্তনু বণিক, এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এফপি পিজিটি (মেডিসিন), সিসিডি (বারডেম)। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্যাম্পে স্থানীয়রা চিকিৎসা সেবা গ্রহণ করেন।

নবতারা পূজা মণ্ডপ কর্তৃপক্ষ জানায়, ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমে তারা অঙ্গীকারাবদ্ধ। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতে পেরে তারা আনন্দিত এবং আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

হেলথ ক্যাম্পটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন ‘নবতারা’র নির্দেশক সমর চন্দ্র সাহা, তাপস দত্ত, কার্যকরী পরিষদের সহ-সভাপতি রাজন সাহা, রঞ্জয় দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ভিভিয়ান ঘোষ, সাংগঠনিক সম্পাদক উত্তম ঘোষ, কোষাধ্যক্ষ কানাই রায়সহ অন্য নেতৃবৃন্দ।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়