রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০

আহ্বায়কের কথা
মোঃ ফাহিম হাসান

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা-২০২৩ সালে ৫৫ বছর পূর্ণ করলো। ছোটবেলা থেকে শিল্প, সাহিত্য, ছবি-আঁকা, গান, আবৃত্তি, বিতর্ক, শরীরচর্চা, খেলাধুলা, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার, শ্রদ্ধা-সম্মান, আদর-ভালোবাসার মাধ্যমে মধুর সম্পর্ক গড়ে তোলাসহ প্রয়োজনীয় সৃষ্টিশীল গুণাবলি শেখানো মেলার প্রধান উদ্দেশ্য।

আমি মেলার সাথে ছোটবেলা থেকেই যুক্ত। আমি যখন চতুর্থ শ্রেণিতে পড়ি তখন আমাকে মেলার শিশু সদস্য হিসেবে স্থান দেওয়া হয়। আমাকে ও আমার সাথে আরো ৪ জনকে ঢাকায় কেন্দ্রীয় মেলার ছবি আঁকার কর্মশালায় পাঠানো হলো। সেখানে অনেক কিছু শিখেছি ও খুব মজা করেছি। এরপর কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলার সহযোগিতায় জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পে মতলব মেলার আমিসহ ১৩ জন সদস্যের যোগদান আমার জীবনে এক স্মরণীয় ঘটনা। এভাবে মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার সুবাদে আমি আমার ছোট্ট জীবনে ও শত শত ভাই বোন অনেক কিছু শিখতে পেরেছি। আজ আমি মেলার আহ্বায়ক। মেলা বেঁচে থাক হাজার বছর।

আজকের ঐতিহাসিক আনন্দ ও গর্বের দিনটি সফল হোক, আমার ও শিশুদের সবার একান্ত কামনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়