শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০

ঊাবা
অনলাইন ডেস্ক

বাবা একজন মৃন্মময়ী বটের ছায়া

আমাকে জন্ম দিয়ে অথবা তোমাকে পৃথিবীতে এনে

কোনোদিন বিশ্রামে যায়নি। কিংবা কাজ সমাপ্ত করেনি।

বাবা তার দায়িত্বে অবিচল সবসময় সারাদিন সারাবছর

একজন বাবা এক একজন ধর্ম

সন্তানের অপ্রত্যাশিত ইচ্ছা পূরণে বাবা হন ডাক-হরকরা

বাবা হয়ে ওঠেন গতিবিহীন বাস

আমার খুব মনে পড়ে শিশুকালে একদিন

নানা বাড়ি ফেরার পথে বাবার কাঁধে চড়েছি

তিনি এক নিঃশ্বাসে এতোগুলো পথ আমাকে

বহন করেছেন বিনা ভাড়ায়

অথচ পৃথিবীর যানবাহনগুলো পয়সা ছাড়া ক্ষেপ মারে না

তা-ও আবার দু-এক পয়সা কম হলে নানা কথা শুনিয়ে দেয়

অথচ বাবা আমাদের পায়ে স্বার্থহীনভাবে শিকড় গজান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়