বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০০:০০

সুমন কুমার দত্তের কবিতা

অনলাইন ডেস্ক
সুমন কুমার দত্তের কবিতা

রবীন্দ্র-নজরুল

আমার অস্তিত্ব আমার সত্তায়

কাল থেকে কাল রবীন্দ্র-নজরুল

একটি অভিন্ন প্রতীক অসাম্প্রদায়িকতার।

আমার বিশ্বাস আমার কর্মে

রবীন্দ্র-নজরুল প্রস্ফূটিত হয় শান্তি ও বিদ্রোহে।

আমার শাশ্বত বাঙালিয়ানা মননে

নষ্টরা আজ তৎপর বিভেদের জাল বুননে।

মূর্খরা জ্ঞানপাপি বুঝবে কি?

রবীন্দ্র-নজরুল অবিচ্ছেদ্য অংশ

বিকশিত বাঙালির সৃজনে।

দলিল

আঠারো নদীর অভিমানী স্রোত

সময়ের কাঁটা তারে রং মেখে

কাঁচা অনুভূতির ছন্দ বুনে এপাড় ওপাড়

অথচ নরম মাটির বুক ছিড়ে শব্দ হারায় অজস্রবার।

এরপর চাওয়াটা নিরব জলোচ্ছ্বাসে একটা মূল্যহীন

আবেগের দলিল হয়ে বয়ে চলে কাল হতে কাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়