সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ২০:১০

আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় ফরিদগঞ্জের ইউএনও

মাদক সহ অন্যান্য অপরাধ দূর করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে

প্রবীর চক্রবর্তী।।
মাদক সহ অন্যান্য অপরাধ দূর করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়ছে। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমি এ উপজেলায় কিছুদিন পূর্বে যোগদান করেছি। এসেই কিছু কিছু ঘটনার সম্মুখীন হয়ে এ কথা বুঝেছি, মাদক এ এলাকার একটি বড়ো ধরনের সমস্যা। এছাড়া চুরিসহ বেশ কিছু সমাজিক অপরাধ রয়েছে যেগুলো মোকাবেলা করতে আমাদের সকল পর্যায়ের লোকজনকে একত্রিত হতে হবে। যাতে আমরা জনগণের মাঝে এসব অপরাধ দূর করতে আরো বেশি সচেতনতা বৃদ্ধি করতে পারি। কারণ, এতো বড়ো একটি উপজেলায় পুলিশ ও জনপ্রতিনিধি এবং প্রশাসনের একার পক্ষে অপরাধ নির্মূল করা কষ্টকর। তাই সমাজের সকল পর্যায়ের সকল পেশার লোকজন যদি এগিয়ে আসেন, তবে সফলতার মুখ দেখতে পাবো।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ইউপি চেয়ারম্যানদের মধ্যে শাহ আলম শেখ, মো. জসিম উদ্দিন স্বপন, শাহজাহান পাটওয়ারী, বেলায়েত হোসেন, মহসীন হোসেন, এইচ এম হারুন প্রমুখ।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়