সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৩:৪৬

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

চাঁদপুরে র‍্যালি ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে র‍্যালি ও সমাবেশ

আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে চাঁদপুর জেলা যুবদল বিকেল তিনটায় জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে প্রধান অতিথি ও বিশেষ হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। চাঁদপুর জেলা যুবদলের পক্ষ থেকে দলের প্রতিটি ত্যাগী, সংগ্রামী, আদর্শনিষ্ঠ নেতা-কর্মী এবং চাঁদপুরের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন আকাশ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার বলেন, যুবদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের তরুণ প্রজন্মের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদল প্রতিষ্ঠিত হয়েছিলো জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার নিয়ে। আজ সেই সংগঠন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী শক্তি। নেতৃবৃন্দ বলেন, আমাদেরকে দেশের প্রতিটি তরুণকে সত্য ও ন্যায়ের পথে একতাবদ্ধ করতে হবে, সকল ধরনের অপশক্তি ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবদল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিলো দেশের তরুণ সমাজকে সংগঠিত করে জাতির উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখা। আজ সেই লক্ষ্য পূরণে আমরা নতুন উদ্যমে কাজ করছি। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ওয়ার্ডে যুবদলের কর্মীরা নিরলসভাবে জনগণের পাশে আছে। তারা আন্দোলনে যেমন সাহস দেখাচ্ছে, তেমনি মানবিক কাজেও অগ্রণী ভূমিকা রাখছে। তাঁরা আরও বলেন, আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ বন্দীদশা থেকে মুক্ত। জনগণের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে থেকেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্যে নিরলসভাবে লড়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বেই আমরা স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশে সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যে কাজ করে যাচ্ছি। যুবদলের সকল নেতা-কর্মীকে সংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শিকভাবে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান জেলা নেতৃবৃন্দ। ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়