রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ আগস্ট ২০২১, ০০:০০

খোকার জন্য জব্দ
অনলাইন ডেস্ক

আমার খোকা তোমার কোলে আসবে বলে যখন

পেটের ভেতর এদিক-ওদিক হাত-পা ছুড়ে মারে

আমার তখন সারা শরীর শিকলমুড়ে বাঁধা

বন্দি আছি স্বৈরাচারীর অন্ধ কারাগারে।

দেশটা এখন জব্দ ভীষণ শোষক শ্রেণীর হাতে

খোকার জন্য এ দেশটাকে মুক্ত করতে হবেই

অরাজকতার দম্ভ ভাঙতে মৃত্যু যদিও আসে

জন্মদাতা হওয়া আমার সফল হবে তবেই।

তোমার মাথার সিঁথির সিঁদুর হয়তো যাবে মুছে

আমার চিতার অগ্নিশিখা জ্বলবে খাঁ খাঁ স্বরে

হয়তো হঠাৎ আমার খোকা শিখবে হামাগুড়ি

দন্তবিহীন তার হাসিতে শিউলি পড়বে ঝরে।

যেই কথাটি বলতে আমার কণ্ঠরুদ্ধ আজ

বজ্রকণ্ঠে আমার খোকা সেই কথাটি কবেই

স্বাধীনতার মুকুট আনতে শিকলবন্দী আমি

আমার খোকা স্বাধীন হতে অস্ত্র হাতে লবেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়