সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০

সন্তোষ দাস মনার কবিতাগুচ্ছ

অনলাইন ডেস্ক
সন্তোষ দাস মনার কবিতাগুচ্ছ

এই দুর্বাসা হৃদয়ে

অনেক দূর গিয়েও ঠিকানা খুঁজে পেলাম না

অভিমানটা আরো একটু

সহজ করতে পারতে,

আমি তো

বিন¤্র হতেই এসেছিলাম

আমি তো মধ্য প্রস্তর যুগের

মানুষ ছিলাম না, ভরপুর আধুনিক হতেও চাইনি কোনোদিন

কিছু কাল বৃক্ষের মতো দাঁড়িয়ে ছিলাম এক জায়গায়,

তুমি ফিরবে বলে

আমি তোমার জন্যে

চিতল নদীর পানকৌড়িকে

করেছি বাহন, কতো গঞ্জ শহর বন্দর পিছে পড়ছে যেতে যেতে

তুমি আটঘাঁট বেঁধেই ভুলেছো আমায়, নয়তো পিপীলিকারা ফিরে আসে

তোমার খবর দেয় না, বারান্দার জোছনাও ঢেকে যায় কালো মেঘে

আমি তো মধ্য প্রস্তর যুগের মানুষ ছিলাম না

আমাকে দেখে বিদ্রূপ করেনি

তোমার প্রিয় বসন্ত

প্রেমে, পুরুষে, হয়েছি

হালনাগাদ

তোমাকে ভালোবাসা, চারটি খানি কথা নয় সুন্দরী

অনুরাগী তুমি আমার

অভিমানটা আরো একটু সহজ করতে পারতে

আমি তো

বিন¤্র হতেই এসেছিলাম

আমার সুখ আছে

স্বস্তি নেই

এই দুর্বাসা হৃদয়ে একটা দুঃখের পিদিম জ্বলে

তুমি জানতেও পারলে না।

২২.০৪.২০২৪।

*

তবুও তুমি আমার

তবুও

তুমি আমার,

পৃথিবী বদলে যাক

অকাল শ্রাবণে

তলিয়ে যাক নগর সভ্যতা

মানুষের জীবন প্রবাহ

আরো উন্নত হবে, না প্রাগৈতিহাসিক

তা জানতে চাই না

তবুও

তুমি আমার

কার হাসি আনন্দ খোয়া গেলো, কার জীবনে আসবে রাইবিনোদিনী

তাতে আমার কোনো আগ্রহ নাই

আমি বায়ান্ন হাজার বছর

নাগরদোলার মতো

ঘুরে ঘুরে

চন্দ্র সূর্যের দ্যাশে

মিলিয়ে যেতে চেয়েছিলাম,

যেখানে আলোকবর্ষরা

অবিচল থাকে

বসুমতীর পুঁই পাতার প্রেমে

আমার অবিনাশী ভালো লাগা

একটার পর একটা অন্ধকার গহ্বর সরিয়ে দেখেছে তোমার চাঁদ বদন

মিলিয়ে যেতে চেয়েছিলাম

শেষ বিকেলের মতো

পারিনি

প্রবঞ্চক অতীত

কী নিগূঢ় মায়ায় বাঁধলো আমায়!

যাক, সব বিলীন হয়ে যাক

না হয়

আরো কিছু তেজস্ক্রিয়তায় দূষিত হবে

বসন্তের সদর দরজা

তবুও

তুমি আমার।

২০.০৪.২০২৪।

*

সে কথা মনে পড়ে না

তুমি নেই তার মানে তুমি নেই সে কথা মনে পড়ে না

তুমি আছো

যেমন আছে

চাঁদ

বাতাবি নেবুর গাছ

উলট কম্বলের থকথকে যৌবন, বারান্দায় ঝিরিঝিরি বাতাস

তুমি নিয়তির লেখায় নেই, তাতে কি

তার মানে এই নয়

তুমি নেই

তুমি আছো সব কোলাহলে, যেমন আছে পৌষ পার্বন, বসন্ত দিবস, রাস উৎসব

তোমার কথা মনে পড়ে না, এমন প্রভাত দেখিনি কোনোদিন

একটা বিভোর কাতরতা নিয়ে লোপাট হয় আমার প্রহর, নিঃশব্দ অন্ধকার

তুমি নেই সে কথা মনে পড়ে না

অঞ্চল ছায়ায় রেখে গেলে তুমি

গম্বুজ স্মৃতি, পিপীলিকা মতো নগ্ন পায়ে তারা আসে জাগরণে,

আসে ঘুমের দুয়ারায়

তুমি নেই সে কথা মনে পড়ে না।

১০.০২.২০২৪।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়