রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ মে ২০২২, ০০:০০

প্রেমে পড়ে
অনলাইন ডেস্ক

বারবার প্রেমে পড়ে হয়েছি অস্থির

দুরুদুরু বুকের কাঁপন হালকা ওড়নার মতো ভেসেছে হাওয়ায়

এই ক্ষ্যাপ আর কত দোলাবে চরম

নেই বর্ষা, নেই শীত, নেই কোনো সুখের মৌসুম

প্রাণজুড়ে হাহাকার-- অনিবার অকাল-শ্রাবণ...

কখনও পাহাড়ে তুমি, পায়ে পায়ে চড়েছি শিখরে

কখনও নদীর বুকে তোমার পালের নাও ভেসেছে উদোম

কখনও বাঁকের নেশা, কখনও চূড়ার সুখ জাগায় চেতন

এই রাগ আর কত বইবে জীবন

দিন নেই, রাত নেই, নেই ক্ষণ শান্ত-পরম

অবিরাম অভিঘাত-- অনাহত সুরের মন্থন...

কখনও কুয়াশা চোখে কখনও আলোক

কখনও উদাস মন কখনও হুতাশ

কখনও হৃদয় থাকে সরল কোমল

কখনও বজ্রঝড়-- কামনা উত্তাল

এই জ্বালা আর কত সইবো নিরবে

নেই লোক, নেই সঙ্গ, নেই প্রাণ প্রাণের মতন

তাই একা গানে গানে ফেরি করি প্রেমের কাহন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়