রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০০:০০

হাবিব ডাক্তার হতে চায়

অনলাইন ডেস্ক
হাবিব ডাক্তার হতে চায়

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী মডেল একাডেমির ছাত্র আয়মান হাবিব। সে বড় হয়ে ডাক্তার হতে চায়। শিশুকণ্ঠ বিভাগে দেওয়া তার সাক্ষাৎকার হুবহু তুলে ধরা হলো :

শিশুকণ্ঠ : কেমন আছো?

হাবিব : আলহামদুলিল্লাহ, ভালো আছি।

শিশুকণ্ঠ : কোন ক্লাসে পড়ো?

হাবিব : কেজিতে পড়ি।

শিশুকণ্ঠ : তোমার প্রিয় শিক্ষক কে? তার সম্পর্কে কিছু বলো।

হাবিব : রুনা ম্যাডাম ও তাসলিমা। ক্লাসে ভালো করে পাঠদান বুঝিয়ে থাকেন।

শিশুকণ্ঠ : স্কুলে তোমার বন্ধু কে?

হাবিব : সাব্বির।

শিশুকণ্ঠ : তাদের সম্পর্কে কিছু বলো।

হাবিব : সে খুব মিশুক। বড়দেরকে সালাম দিয়ে কথা বলে থাকে।

শিশুকণ্ঠ : কী কী খেলাধুলা করো?

হাবিব : ফুটবল খেলে থাকি ও ফুটবল খেলা বেশি পছন্দ করি।

শিশুকণ্ঠ : অবসর সময়ে আর কী কী করো?

হাবিব : অবসর সময়ে মায়ের কাছে হাদিস শুনি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।

শিশুকণ্ঠ : বড় হয়ে কী হতে চাও?

হাবিব : আমি বড় হয়ে ডাক্তার হতে চাই।

শিশুকণ্ঠ : গল্প কবিতা পড়তে কেমন লাগে?

হাবিব : গল্প পড়তে আমার ভালো লাগে।

শিশুকণ্ঠ : স্কুলের ছুটিতে কোথাও ঘুরতে যাও?

হাবিব : স্কুল ছুটিতে আমি নানুর বাড়িতে বেড়াতে যাই।

আইমান হাবিবের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদী গ্রামে। তার বাবা শামছুর রহমান। মাতা আছিয়া আক্তার গৃহিণী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়