সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫  |   ৩৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০

ইসলাম বড় হয়ে মাওলানা হতে চায়

অনলাইন ডেস্ক
ইসলাম বড় হয়ে মাওলানা হতে চায়

ফরিদগঞ্জ উপজেলার হাজী আলী আহম্মেদ দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী ইসলাম হোসেন বড় হয়ে মাওলানা হতে চায়। শিশু কণ্ঠ বিভাগে দেওয়া তার সাক্ষাৎকার হুবহু তুলে ধরা হলো :

শিশুকণ্ঠ : কেমন আছো?

ইসলাম : আলহামদুলিল্লাহ, ভালো আছি।

শিশুকণ্ঠ : কোন ক্লাসে পড়ো?

ইসলাম : দ্বিতীয় শ্রেণিতে পড়ি।

শিশুকণ্ঠ : তোমার প্রিয় শিক্ষক কে? তার সম্পর্কে কিছু বলো।

ইসলাম : বিল্লাল হুজুর। ভালো করে পাঠদান বুঝিয়ে থাকেন।

শিশুকণ্ঠ : কী কী খেলাধুলা করো?

ইসলাম : ফুটবল খেলে থাকি। ফুটবল খেলা বেশি পছন্দ করি।

শিশুকণ্ঠ : অবসর সময় আর কী কী করো?

ইসলাম : অবসর সময়ে মায়ের কাছে হাদিস শুনি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।

শিশুকণ্ঠ : বড় হয়ে কী হতে চাও?

ইসলাম : আমি বড় হয়ে মাওলানা হতে চাই।

শিশুকণ্ঠ : গল্প, কবিতা পড়তে কেমন লাগে?

ইসলাম : গল্প পড়তে আমার ভালো লাগে।

শিশুকণ্ঠ : মাদ্রাসা ছুটিতে কোথাও ঘুরতে যাও?

ইসলাম : মাদ্রাসা ছুটিতে আমি নানুর বাড়িতে বেড়াতে যাই।

ইসলাম হোসেনের গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রুপসা গ্রামে। তার বাবা ইমাম হোসেন একজন চাকুরীজীবী, মা গৃহীনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়