প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:২৯
বাণী

প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। গবাদিপশু ও হাঁস-মুরগী পালনকে বিজ্ঞানভিত্তিক ও লাভজনক করতে মাঠ পর্যায়ে যেমন প্রশিক্ষিত খামারী ও প্রযুক্তি সহায়তা প্রয়োজন, তেমনি প্রয়োজন দায়িত্বশীল ও গঠনমূলক গণমাধ্যমের ভূমিকা।
এ ক্ষেত্রে দৈনিক চাঁদপুর কণ্ঠের মাসিক বিশেষ আয়োজন ‘কৃষিকণ্ঠ’ প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। ‘কৃষিকণ্ঠ’ নিয়মিতভাবে খামারি ও উদ্যোক্তাদের সাফল্যের গল্প, সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরে প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে কার্যকর অবদান রাখছে।
চাঁদপুর জেলার প্রাণিসম্পদ উন্নয়নে চাঁদপুর কণ্ঠের মাসিক আয়োজন ‘কৃষিকণ্ঠ’ খামারি ও প্রাণিসম্পদ বিভাগের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, নিরাপদ দুধ ও মাংস উৎপাদন বিষয়ে সচেতনতা তৈরিতে ‘কৃষিকণ্ঠে’র ভূমিকা প্রশংসার দাবি রাখে।
‘কৃষিকণ্ঠে’র প্রতিষ্ঠাবার্ষিকীতে এর সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভবিষ্যতেও ‘কৃষিকণ্ঠ’ খামারি ও উদ্যোক্তাদের কণ্ঠস্বর হয়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে—এই প্রত্যাশা রইলো।ডা. জ্যোতির্ময় ভৌমিক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চাঁদপুর।








