প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:২৮
বাণী

কৃষি আমাদের অর্থনীতি, সমাজ ও জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। কৃষকের কথা, মাঠের বাস্তবতা এবং গ্রামীণ জীবনের সাফল্য ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ববোধ থেকেই দৈনিক চাঁদপুর কণ্ঠের মাসিক বিশেষ আয়োজন ‘কৃষিকণ্ঠ’ দীর্ঘদিন ধরে কৃষি ও কৃষকের পক্ষে বলিষ্ঠভাবে কথা বলে আসছে।
‘কৃষিকণ্ঠ’-এর প্রতিবেদনগুলো কেবল তথ্যভিত্তিক নয়, এগুলো কৃষক, খামারি ও উদ্যোক্তাদের জন্যে অনুপ্রেরণার উৎস হিসেবেও কাজ করছে। মাঠ পর্যায়ের বাস্তব চিত্র ও সাফল্যের গল্প তুলে ধরে ‘কৃষিকণ্ঠ’ কৃষিকে একটি সম্ভাবনাময় ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে উপস্থাপন করছে, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী।
চাঁদপুর জেলার কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতির বিকাশে ‘কৃষিকণ্ঠ’ সাংবাদিকতা ও জনসেবার মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তুলেছে। সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল লেখনীর মাধ্যমে এই আয়োজন যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
‘কৃষিকণ্ঠে’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর সঙ্গে যুক্ত সকল সাংবাদিক, লেখক ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভবিষ্যতেও ‘কৃষিকণ্ঠ’ কৃষকের কণ্ঠস্বর হয়ে নিষ্ঠা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।
এম এ লতিফ
সাধারণ সম্পাদক
চাঁদপুর প্রেসক্লাব







