রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯

ভালো মানুষের গল্প

বি এম হায়দার আলী হিমেল
ভালো মানুষের গল্প

বি এম হায়দার আলী হিমেল ভালো মানুষের গল্প

কলম হাতে বসলে তিনি গানের সুরে ডুবে যান,

শব্দগুলো তার ছোঁয়ায় পায় নতুন রঙ, নতুন প্রাণ।

গীতিকার বলে সবাই চেনে, হৃদয় ছুঁয়ে লেখা তার,

মনে হয় যেন সুরের ভেলায় ভাসে শত উপহার।

আমার আব্বুর কথা বলি, সবার চোখে স্নেহভরা,

ভালো মানুষ, সহজ মানুষ মনটা তার নদীর ধারা।

ঔষধ বেচে সেবা করেন, সবার দুখে দাঁড়ান পাশে,

গান-গল্পে লিখে যান তিনি, ভালোবাসার রঙিন।

ভোরের পাখির ডাক শুনে, দোকান খুলেন ধীরে,

মানুষ আসে আশীর্বাদ চেয়ে হাসি থাকে তার মুখে।

যদি কারও কষ্ট দেখে, থামে না তার পথচলা,

মানুষ বাঁচাও এই তার মন্ত্র, আছে তাঁর মনে দোলা।

খাতার পাতায় লিখে যান তিনি, জীবনের সব গল্প,

মানুষ-মন আর মাটির ঘ্রাণে, সাজান নতুন ছন্দ।

কলম হাতে লিখে ফেলেন সুরের কোমল ভাষা,

গানের ভেতর খুঁজে পাওয়া যায় মানুষেরই আশা।

মজার ছলে গল্প বলেন, দূর করেন ক্লান্তি,

শরীরের ওষুধ দেন, মনেও দেন শান্তি।

তাঁরে দেখে বোঝা যায় ভালো থাকা বড় সহজ,

যদি মনে থাকে হাসি আর হৃদয়ে থাকে রোজ।

তিনি শুধু আমার আব্বু নন এক উজ্জ্বল প্রেরণা,

কবিতার মাঝে দিলাম তার জীবনের বর্ণনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়