রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬

অদৃশ্য আলো

মাহমুদ হাসান সজীব
অদৃশ্য আলো

মাহমুদ হাসান সজীব অদৃশ্য আলো

চিনি না তোমাকে, দেখি না চোখে,

তবু স্বপ্নে বারবার আসে তোমার আভা।

নামও নেই, ঠিকানা অজানা,

তবু মনে হয় তুমি কাছে, আকাশেরও কাছে।

হাওয়ার সঙ্গে নাচে তুমি নিঃশব্দে,

রাত্রির ছায়ায় হাসো অচেনা হেসে।

আমি খুঁজে ফিরি তোমার ছায়া,

কিন্তু তুমি থেকে যাও ধূসর-রহস্যে অব্যক্ত।

তুমি কি স্বপ্ন, নাকি বাস্তবের কোন খোঁজ,

তোমার ছোঁয়া না পেলেও মনে বাজে সুর।

চুপচাপ থাকে রাতের আকাশে তোমার ছায়া,

আমি বেঁচে থাকি শুধুই সেই অদৃশ্য আলোয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়