শনিবার, ০৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:২২

সাক্ষী

মুহাম্মদ শাহিন
সাক্ষী

মুহাম্মদ শাহিন সাক্ষী

স্বচ্ছ কাচের মতো যে তলোয়ারটি

আমি বহন করেছিলাম,

তা আজও ভাঙেনি

শুধু যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে।

শান দেওয়া থেমেছিল,

কারণ সময় নয়,

কারণ আমি

নিজের রেখা ছুঁতে চাইনি।

আমরা মানুষ

রঙ বদলাই সহজে,

কিন্তু কিছু মানুষ আছে

যারা রঙ নয়, অবস্থান বেছে নেয়।

যুদ্ধ শুরু হওয়ার আগেই

আমি থেমে গেছি,

হার মানার জন্য নয়

নিজেকে অক্ষত রাখার জন্য।

আমি আহত নই,

আমার দেহে ক্ষত নেই;

যা আছে, তা হলো

নিজের জায়গায় অটল থাকা এক নীরবতা।

ভালোবাসা যদি ক্ষয়ে যায়,

তা আমার শক্তি নয়

সময়ই জানুক,

আমি ঠিক জায়গাতেই ছিলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়