শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬

বিজয় দিবস

সাহেদ বিন তাহের
বিজয় দিবস

সাহেদ বিন তাহের বিজয় দিবস

বিজয়ের আলোকসজ্জা

প্রতিবছর নিয়ম করে জ্বলে উঠে।

৫৬ হাজার বর্গমাইলের এ দেশে।

ক্যালেন্ডারের পাতার সাথে ঘুরে আসে বিজয় দিবস

আমাদের মহান বিজয় দিবস।

যেটি স্বপ্ন আর সম্ভাবনার জানান দেয়।

নতুন ভোরে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়

অথচ সে বিজয় এখন ধূসর বিবর্ণ।

এটি এখন নেতাদের শিকলে বন্দি

আসে ফুল দেয় লম্বা লম্বা বক্তব্য শোনায়।

ব্যাস, তাদের কাজ শেষ!

এসব দেখলে মনে প্রশ্ন উঁকি দেয়

আমাদের পূর্বপুরুষেরা এসব দেখার জন্যই কী

বিজয়ের জাণ্ডা হাতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল?

এই জন্যই কী বিজয় ছিনিয়ে এনেছে বাঙালি জাতি?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়