বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৮

আন্তঃমেলা সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক

২০ ও ১ সেপ্টেম্বর ২০২৫, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার উদ্যোগে আন্তঃমেলা জাতীয় সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২২টি শাখা মেলার প্রায় ৪০০ জন অংশগ্রহণ করে। ২০ সেপ্টেম্বর ২০২৫ প্রতিযোগিতা শুরুর আগে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মেলার সভাপতি খোন্দকার মো. আসাদুজ্জামান ও সহ-সভাপতি আলপনা চৌধুরী। মতলব মেলার শিশু সদস্য আদিত্য পাল (রবীন্দ্র সঙ্গীত), পারিজাত সাহা (লোকনৃত্য ও সাধারণ নৃত্য) ও সেঁজুতি সাহা (লোকনৃত্য) বিজয়ী হয়। ৫ অক্টোবর ২০২৫ ১৩১ জনকে পুরস্কার ও সুদৃশ্য সার্টিফিকেট প্রদান করা হয়। অধিকন্তু অংশগ্রহণকারী সকলকেও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বিধান চন্দ্র রায় পোদ্দার প্রধান অতিথি এবং অভিনয় ও নৃত্য শিল্পী সাদিয়া ইসলাম মৌ বিশেষ অতিথি ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়