প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৭
মতলব মেলার বার্ষিক সভা

৩০ সেপ্টেম্বর ২০২৫ মতলব মেলার বার্ষিক সভা কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তরুণ সদস্য কামরুল হাসান নিপুর উপস্থাপনায় সভাপতিত্ব করেন মেলার সভাপতি মো. মাকসুদুল হক বাবলু।
সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন মেলার সাধারণ সম্পাদক আইনুন্নাহার কাদরী। রিপোর্টের উপর আলোচনা করেন মেলার সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, মুহম্মদ আবদুল কাইউম খান, প্রবীণ সদস্য দ্বিজেন দাস, ফারুক-বিন-জামান, মো. মোস্তফা কাদরী, এম. এ. আজিজ বাবুল, স্থায়ী কমিটি যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. সুরুজ, যুগ্ম কোষাধ্যক্ষ শাহিনা মজুমদার রত্না, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার সেলিম, তরুণ সদস্য রীনা বণিক, হাসান জাবেদ সিদ্দিকী, মঞ্জু রানী, শিশু সদস্য ফাইজা ফারহিন, সেঁজুতি সাহা, মিফতাহুল জান্নাত, আদিত্য পাল, আবিদা ইসলাম, আরশি ইসলাম, জুনায়েদ ফরাজী, নোহা সরকার নূর ও ইশরাক জাহান তুবা। সভায় ব্যাপক পর্যালোচনান্তে সামান্য সংশোধনের পর বার্ষিক রিপোর্ট গৃহীত হয়। সভায় অনিবার্য কারণে কার্যনির্বাহী পরিষদের মেয়াদ আগামী মার্চ ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়।
মতলব সূর্যমুখী কচি-কাঁচার
মেলা ৫৭ বছর পূর্তি
উৎসব-২০২৫ কর্মসূচি
৫ নভেম্বর ২০২৫, বুধবার : সকাল ৯:০০ ঘটিকা : উদ্বোধনী অনুষ্ঠান, সংবর্ধনা, চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রোড়পত্র প্রকাশ।
৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার : বিকেল ৩:০০ ঘটিকা : শিশু সেমিনার, বিষয় : শিশুর জন্য ভালবাসা; বিকেল : ৪:০০ ঘটিকা : রোমান সরকার শিক্ষা বৃত্তি প্রদান।
৭ নভেম্বর ২০২৫, শুক্রবার : সকাল ১১:০০ ঘটিকা : পরিচ্ছন্নতা অভিযান।
৮ নভেম্বর ২০২৫, শনিবার : বিকেল ৩:৩০ মিনিট : সমাপনী অনুষ্ঠান।
বিকেল : ৫:৩০মিনিট : কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের পুরস্কার বিতরণ।
১৫ নভেম্বর ২০২৫, শনিবার : বিকেল ৩:৩০ মিনিট : সাময়িকী প্রকাশ।








